ইউক্রেন ও মলদোভাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মর্যাদা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। গতকাল বৃহস্পতিবার ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল এ ঘোষণা দিয়েছেন।
বিবিসি জানিয়েছে, ইউরোপিয়ান কাউন্সিলের এই সিদ্ধান্ত গ্রহণকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ আখ্যা দিয়েছেন চার্লস মাইকেল। তিনি বলেছেন, ইইউ'র দিকে আপনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত হয়েছে।