৫৬টি এয়ারবাস এ৩২০নিও উড়োজাহাজ কিনবে ইজিজেট। পাশাপাশি পূর্ববর্তী ক্রয়াদেশটিকে ১৮টি নতুন এ৩২১নিও উড়োজাহাজে রূপান্তরিত করবে ব্রিটিশ স্বল্প ব্যয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। এর মাধ্যমে সংস্থাটি ২০১৩ সালে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বিকল্পগুলো পূরণ করবে। খবর রয়টার্স।