দেশে করোনার ঊর্ধ্বমুখী ধারার মধ্যে গত একদিনে ১ হাজার ৩১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। কভিডে মৃত্যু হয়েছে আরো একজনের। গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। এ সময়ের মধ্যে কভিড-১৯-এ একজনের মৃত্যু হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ১২৭ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।