অস্ট্রেলিয়ার খনিগুলোতে ‘সাংঘাতিক ও পদ্ধতিগত’ যৌন হয়রানি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১৭:২৪

সহকর্মীরা অন্তর্বাস টেনে ধরছেন, পদোন্নতির বিনিময়ে সেক্স করতে চাইছেন বস; অযাচিত নগ্ন ছবি, বাঁকা কথা বলা এবং শারীরিক আক্রমণ- পশ্চিম অস্ট্রেলিয়ার খনিগুলোতে নারীদের এমন সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে বলে রাজ্যটির পার্লামেন্টের এক তদন্তে বলা হয়েছে।


বৃহস্পতিবার জমা দেওয়া এ তদন্ত প্রতিবেদনে বড় বড় খনি কোম্পানি পরিচালিত সাইটগুলোতেও ব্যাপক যৌন হয়রানি চলছে বলে উঠে এসেছে, জানিয়েছে বিবিসি।


প্রতিবেদনে এ যৌন হয়রানিকে ‘সাংঘাতিক’ অ্যাখ্যা দিয়ে বলা হয়েছে, এসব হয়রানি ‘সাধারণত মেনে নেওয়া বা চেপে যাওয়া হতো’।


লৌহ আকরিক, তামা ও অন্যান্য খনিজ তুলতে পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত পিলবারা অঞ্চলে বড় বড় কার্যক্রম পরিচালনা করছে বিএইচপি ও রিও টিন্টোর মতো অস্ট্রেলিয়ার সম্পদশালী খনি কোম্পানিগুলো।


এজন্য প্রতি মৌসুমে হাজার হাজার শ্রমিক সেখানে উড়ে যায়, তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয় গ্রামীণ-শিবির ধরনের আবাসনের।


সমালোচকরা অনেক দিন ধরেই সেসব আবাসনগুলোতে ব্যাপক মদ্যপান, পুরুষশাসিত সংস্কৃতি বিকাশের সুযোগ দেওয়া নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us