দনবাসে জোড়া শহরের যুদ্ধ পৌঁছেছে ‘ভয়ঙ্কর ক্লাইমেক্সে’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১৪:২৭

রাশিয়া সমগ্র দনবাস অঞ্চলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে ব্যাপক বিমান ও কামান হামলা চালাচ্ছে, এমনটি জানিয়ে লড়াইয়ের ময়দানে রুশ বাহিনীর সমকক্ষতা অর্জনে মিত্রদেরকে তাদের প্রতিশ্রুত ভারি অস্ত্রশস্ত্র দ্রুত ইউক্রেইনে পাঠানোর তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


জেলেনস্কির উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ বলেছেন, লুহানস্ক অঞ্চলে অবস্থিত জোড়া শহর সিয়েভিয়ারেোদোনেৎস্ক ও লিসিচ্যাংস্কের যুদ্ধ ‘ভীতিকর ক্লাইমেক্সে’ প্রবেশ করেছে।


লুহানস্ক প্রদেশ আর দোনেৎস্ক প্রদেশ মিলে গঠিত দনবাস অঞ্চল ইউক্রেইনের উৎপাদন শিল্পের প্রাণকেন্দ্র; রাশিয়ার লক্ষ্য পুরো অঞ্চলেরটির নিয়ন্ত্রণ নেওয়া। 


এদিকে বৃহস্পতিবার ব্রাসেলসে এক সম্মেলনে ইউরোপের নেতারা আনুষ্ঠানিকভাবে ইউক্রেইনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ প্রাপ্তির দীর্ঘ পথে বরণ করে নিতে যাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


কিইভকে ইইউ’র প্রার্থী সদস্যপদ দেওয়া এই মুহূর্তের পরিস্থিতিতে প্রতীকি হলেও, এই পদক্ষেপ ইউক্রেইনীয় বাহিনীর মনোবল চাঙ্গা করতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে; যারা চার মাস ধরে হাজারও মানুষের প্রাণ কেড়ে নেওয়া, লাখো মানুষকে বাস্তুচ্যুত ও শহরের পর শহর ধ্বংস করা যুদ্ধে রাশিয়ার বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াই করছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us