প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

প্রথম আলো প্রকাশিত: ২২ জুন ২০২২, ১১:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ বুধবার বেলা ১১টায় শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী আজ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। পরে তিনি সিলেট সার্কিট হাউসে বক্তব্য দেন এবং বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।


সিলেট সার্কিট হাউসে সিলেট বিভাগের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন বিষয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ অন্যদের তুলনায় দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে যায়।


সর্বোপরি আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে যাবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কারণ, তাঁরা ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধারে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছেন এবং ত্রাণ বিতরণে সহায়তা করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us