গান থেকে প্রাপ্ত আয় দিয়ে বন্যার্তদের পাশে মনির খান

প্রকাশিত: ২১ জুন ২০২২, ১৭:৫৬

বন্যায় দুর্বিষহ জীবন যাপন করছে সিলেট, সুনামগঞ্জসহ বেশ কয়েকটি জেলার মানুষ। পানিবন্দী এমন মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র ও টেলিভিশনের তারকারা। এগিয়ে এসেছিলেন সংগীত অঙ্গনের অনেকে। পাঁচ দিন ধরে সারা দেশের মতো বিনোদন অঙ্গনের তারকাদেরও ছুঁয়েছে সিলেটের বন্যাকবলিত মানুষের কান্না। এবার সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন কণ্ঠশিল্পী মনির খান।


মনির খান তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে গোটা সিলেট বিভাগ আজ পানিবন্দী অবস্থায় দুর্বিষহ জীবন যাপন করছে। বানভাসি মানুষের স্পর্শকাতর এই দৃশ্য বিভিন্ন মাধ্যমে দেখে আমার হৃদয়ে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমি অত্যন্ত আবেগাপ্লুত ও মর্মাহত হয়েছি। দেশের নেতৃস্থানীয় অনেকেই বানভাসি এই মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি একজন সংগীতশিল্পী হিসেবে তাঁর সামান্য অংশীদার হতে চাই।’


বেশ কয় বছর ধরে মনির খান তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে নিজের গানগুলো প্রকাশ করেন। আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় তাঁর গাওয়া ‘দুঃখ রাখার জায়গা’ শিরোনামে একটি গান প্রকাশিত হবে। গানটির কথা ও সুর মিল্টন খন্দকারের। মনির খান স্ট্যাটাসে লেখেন, ‘গানটি থেকে প্রাপ্ত অর্থ সিলেটে বানভাসি মানুষের কল্যাণে প্রদান করা হবে। আমি স্বশরীর সিলেটে পানিবন্দী মানুষের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করব। সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয় অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ বলে। তবে পর্যাপ্ত অর্থ থাকলেও তা সব সময় যথাযথ কাজে আসে না, খাবার ও বিশুদ্ধ পানির সংকট সে কথাই আজ জানান দিচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

বন্যায় ক্ষতি ৮৭ হাজার কোটি টাকার

বিডি নিউজ ২৪ | দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
১ বছর, ৮ মাস আগে

‘আমরার কি আর ঈদ আছে’

আজকের পত্রিকা | সুনামগঞ্জ
১ বছর, ৯ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us