পদ্মা সেতু নিয়ে মাতামাতি করে জনগণের ক্ষতি করা হচ্ছে : আলাল

এনটিভি প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১৮:১৫

পদ্মা সেতু নিয়ে মাতামাতি করে জনগণের ক্ষতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।


জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে আজ শুক্রবার এক মানববন্ধনে এসব কথা বলেন আলাল।


বিএনপি যুগ্ম মহাসচিব আলাল ব‌লেন, ‘রা‌তের প‌রে দিন আসে, অন্ধকারের পর আলো আসে। এই দিন এরকম থা‌কেব না, দিন প‌রিবর্তন হ‌বে। তাই, অন্ধকার থে‌কে আলো বেরিয়ে আসার আগে পা‌লি‌য়ে যান।’


আলাল আরও বলেন, ‘এখ‌নো সময় আছে, মানু‌ষের অধিকার ফি‌রি‌য়ে দেন। বেগম খা‌লেদা জিয়া‌কে মু‌ক্তি দেন। তাঁর সু‌চি‌কিৎসার ব‌্যবস্থা ক‌রেন।’


আলাল বলেন, ‘গত বছ‌রের চে‌য়ে এবছর তিন হাজার কোটি টাকা বেশি  পাচার হয়েছে। কারা পাচার করেছে, তা আমার কিংবা আপনার বলার দরকার নেই। পরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন, কারা টাকা পাচার করেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us