কুমিল্লা কী বার্তা দিল

দৈনিক আমাদের সময় বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১০:২৩

কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন ১৫ জুন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সারাদিন ভোট নিয়ে কেউ তেমন অভিযোগ করেননি। জোরজবরদস্তির কোনো খবর ছিল না। কাউকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার কথা কিংবা কোনো প্রার্থীকে ভোট দিতে বাধ্য করা, ভোটকেন্দ্র থেকে কোনো পার্থীর এজেন্টকে বের করে দেওয়া ইত্যাদি যে অভিযোগগুলো এখন ভোটের সময় শোনা যায়- কুমিল্লায় এর ব্যতিক্রম ঘটেছে। এসব অভিযোগ কেউ করেননি।


শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ পর্ব শেষ করতে পারার কৃতিত্ব নিশ্চয়ই কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন দাবি করতেই পারে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী ও তাদের সমর্থকরাও সংযমের পরিচয় দিয়েছেন নির্বাচনী প্রচারের পুরো সময় এবং ভোটের দিনও। মারামারি-হানাহানি না হওয়া, কারও মাথা ফেটে রক্ত না ঝরা, ছুরি-চাকু-লাঠি ও গুলির ব্যবহার না হওয়ার প্রশংসা না করলে অন্যায় হবে। তবে কথায় বলে, শেষ ভালো যার সব ভালো তার। সেটি সত্য মানলে কুমিল্লা সিটি নির্বাচন শেষ পর্যন্ত শতভাগ ভালো হয়নি। কারণ ভোটগ্রহণ পর্বে শান্তি বজায় থাকলেও ভোট গণনার শেষের দিকে এসে সব তালগোল পাকিয়ে যায়। নৌকা ও টেবিল ঘড়ি মার্কার সমর্থকরা মুখোমুখি হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন। হইচই, হট্টগোলের কারণে কিছু সময় ফল ঘোষণা স্থগিতও রাখা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us