সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার। এ পরীক্ষা ঘিরে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার সিএমপির সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে পরীক্ষা শেষের পরবর্তী এক ঘন্টা পর্যন্ত কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে অস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন ও ব্যবহার করা এবং মিছিল, সভা-সমাবেশ অনুষ্ঠান, উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহারসহ বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ১৯ জুন থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত।