সংকট কাটছে ই-কমার্সে

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১১:২২

সংকটের আবর্তে পড়া দেশের ই-কমার্স খাত আবার ঘুরে দাঁড়াচ্ছে সরকারি-বেসরকারি পর্যায়ের বেশ কিছু উদ্যোগে। আলোচিত কয়েকটি প্রতিষ্ঠানের পণ্য কিনে যারা পণ্য কিংবা টাকা ফেরত পায়নি, তাদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।


বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৩১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে ২৫টি ই-কমার্সের ৫৫৯ কোটি ৫২ লাখ ৭২ হাজার ৩০৪ টাকা জমা ছিল। এই টাকাগুলো গ্রাহকরা বিভিন্ন পণ্য অর্ডার করার পর পরিশোধ করেছিল।


২৪ জানুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত ৯৭ কোটি ৯২ লাখ টাকা গ্রাহকদের ফেরত দিয়েছে কিউকম। প্রথম দিন কিউকমের ২০ গ্রাহককে ৪০ লাখ টাকা ফেরত দেওয়া হয়। এ ছাড়া আরো ১২টি প্রতিষ্ঠান গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us