বেসরকারি খাতে আরও চীনা বিনিয়োগ চায় বিডা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জুন ২০২২, ০৯:০৪

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেছেন, চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার। চীন থেকে সরকারি খাতে বিনিয়োগ আসলেও বেসরকারি খাতে চীনা বিনিয়োগ কম।


দেশে আরও চীনা বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সোমবার (১৩ জুন) বিডার সম্মেলন কক্ষে সংস্থাটির সঙ্গে চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।


অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী ও বিসিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন মৃধা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।


বিডার নির্বাহী পরিচালক বলেন, বর্তমানে চীনা বিনিয়োগকারীরা বহির্বিশ্বে অনেক বেশি বেসরকারি বিনিয়োগ করছেন। সে সুযোগটা আমাদেরও গ্রহণ করতে হবে। বেসরকারি খাতে অধিক হারে চীনা বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা এবং বিসিসিসিআইকে একযোগে কাজ করে যেতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us