উইকেটরক্ষকের গ্লাভস পরে বাবরের ফিল্ডিং করায় পাকিস্তানকে জরিমানা

আজকের পত্রিকা প্রকাশিত: ১১ জুন ২০২২, ১৩:০৩

পাকিস্তানের ক্রিকেট মানেই যেন মাঠে অদ্ভুত সব ঘটনার জন্ম দেওয়া। ক্রিকেটের সবচেয়ে আনপ্রেডিক্টেবল দলটি কখনো জেতা ম্যাচ হারে কখনো আবার নিশ্চিত হারের মুখ থেকে জয় ছিনিয়ে নেয়। কিন্তু গতকাল ঘটালেন ধারার বিপরীতে বিরল এক ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অদ্ভুত এই ঘটনার জন্ম দিয়েছেন বাবর আজম।



এদিন গ্লাভস পরে ফিল্ডিং করতে দেখা যায় বাবরকে। পাকিস্তান অধিনায়কের এই ছেলেমানুষি ভুলে দলকে ৫ রান পেনাল্টি গুনতে হয়েছ। কারণ বাবর আইসিসির ২৮.১ নম্বর ধারা ভেঙেছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, উইকেটরক্ষক ছাড়া কোনো ফিল্ডার গ্লাভস বা অতিরিক্ত গার্ড ইউজ করতে পারবেন না। বাবরের গ্লাভস পরা তাই আইনের লঙ্ঘন।


ঘটনাটি ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৯তম ওভারের। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের বল স্কয়ার লেগে ঠেলে রান নিতে ছোটেন আলজারি জোসেফ। এ সময় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ছুটে যান ফিল্ডিং করতে। রিজওয়ান এক হাতের গ্লাভস খুলে মাঠে রেখে বলের দিকে ছুটে যান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us