বার্সাকে বাঁচাতে চাই প্রায় ৫ হাজার কোটি টাকা

প্রথম আলো প্রকাশিত: ১০ জুন ২০২২, ১৫:৪০

বার্সেলোনার আর্থিক দুরবস্থা এখন আর নতুন কিছু না। জোসেপ মারিয়া বার্তোমেউ সভাপতি থাকতেই একবার শোনা গিয়েছিল দেউলিয়া হয়ে যেতে পারে কাতালান ক্লাবটি।


বার্তোমেউয়ের জায়গায় নতুন সভাপতি হিসেবে হোয়ান লাপোর্তা গত বছর আগস্টে দায়িত্ব নেওয়ার পর জানান, বার্সার মোট ঋণের পরিমাণ ১৩৫ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ১৩ হাজার ৪৮৯ কোটি টাকা)।


তখন থেকেই আর্থিক দুরবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বার্সা। খেলোয়াড়দের বেতনে কাঁচি চালানো ছাড়াও ব্যয় সংকোচনমূলক নানা পদক্ষেপ নিয়েও ক্লাবটির তেমন একটা সুবিধা করতে পারেনি। এবার বার্সার সহসভাপতি এদুয়ার্দ রোমেউ জানালেন, ঠিক কত টাকা হলে এই আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারবে ক্লাব।


স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’কে দেওয়া সাক্ষাৎকারে রোমেউ জানান, ৫০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৯৭৬ কোটি টাকা) পেলে দিন বদলে যেতে পারে বার্সার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us