এবারের বাজেট: বাধা পেরিয়ে নারী উদ্যোক্তাদের চলার পথ হোক সুগম

জাগো নিউজ ২৪ মৌসুমী ইসলাম প্রকাশিত: ০৮ জুন ২০২২, ১১:০২

দুই বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারির প্রভাবের সাথে লড়াই করছেন দেশের নারী উদ্যোক্তারা। অর্থনৈতিক নানা প্রতিকূলতা ও বাধা পেরিয়ে এগিয়ে চলার সময় নতুন করে আঘাত পণ্যের মূল্যবৃদ্ধি ও ইউক্রেন সংকট। বৈশ্বিক নানা সংকট মোকাবিলার পাশাপাশি স্থানীয় বাজার ব্যবস্থাপনার বিষয়গুলোও চ্যালেঞ্জ হিসেবে এসেছে। দেশি-বিদেশি নানা প্রতিষ্ঠানের সমীক্ষা অনুসারে নারী উদ্যোক্তা, দুর্বল এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী মহামারি দ্বারা সৃষ্ট অর্থনৈতিক মন্দার মুখে অসমভাবে প্রভাবিত হয়েছে।


মহামারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটায়, বেকারত্ব এবং কর্মহীনতা বাড়ার পাশাপাশি আয় হ্রাস এবং প্রান্তিক পর্যায়ে পরিবারগুলোর মধ্যে হ্রাস পেয়েছে ভোগ ব্যয়। বাধ্য হয়েছেন ঋণের জালে আটকা পড়তে। এই পরিবারগুলো হারিয়েছে সঞ্চয় এবং সম্পদ। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত সামাজিক সূচকগুলোর ক্ষেত্রে অগ্রগতি কাগজে-কলমে হলেও নেতিবাচক প্রভাবের বলয় থেকে বের হয়ে আসা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us