বরিস জনসনের ঘুরে দাঁড়ানো

কালের কণ্ঠ গাজীউল হাসান খান প্রকাশিত: ০৮ জুন ২০২২, ০৯:২০

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের দীর্ঘ ৭০ বছর শাসনের চার দিনব্যাপী প্লাটিনাম জুবিলি (উৎসব) পালনের পরদিনই অর্থাৎ ৬ জুন অনুষ্ঠিত এক শ্বাসরুদ্ধকর ও উত্তেজনাপূর্ণ আস্থা ভোটে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। চলমান ইউক্রেন যুদ্ধ, জ্বালানিসংকট ও বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির এই দুর্যোগপূর্ণ অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বের বিরুদ্ধে আকস্মিকভাবে এক অনাস্থা প্রস্তাব আনেন তাঁর নিজ রক্ষণশীল (কনজারভেটিভ) দলের পার্লামেন্ট সদস্যরা। প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে সততা, বিশ্বাসযোগ্যতা ও যোগ্য নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছিল। বলা হয়েছিল, করোনা অতিমারির সময়ে দেশ যখন ধুঁকছিল, তখন রাতের অন্ধকারে প্রধানমন্ত্রীর বাসভবনে মদের পার্টির আয়োজন করা হয়েছে।


জ্বালানিসংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ ব্রিটিশ নাগরিকরা যখন বিপর্যস্তভাবে জীবনযাপন করছে, প্রধানমন্ত্রী বরিস জনসন তখন একের পর এক মিথ্যা আশ্বাস দিয়ে গেছেন। তা ছাড়া সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করার ব্যাপারে তাঁর রয়েছে চরম অবহেলা। এমন একজন ‘অসৎ ও মিথ্যাবাদী’ নেতার অধীনে কিংবা নেতৃত্বে আগামী ২০২৪ সালের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনে জয়লাভ করা কোনোভাবেই সম্ভব হবে না। সেসব কারণে দলের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্ব ও নেতৃত্বের কোন্দল দিন দিনই নীতি-নৈতিকতাবহির্ভূত কর্মকাণ্ডে বিপর্যস্ত হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us