কেকের জন্য পুরনো গান নতুন করে বাঁধলেন কবীর সুমন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৬ জুন ২০২২, ১৮:৩৫

সমসাময়িক যা কিছু দাগ ফেলে যায় মনে, তা থেকেই গান তৈরি করেন কিংবদন্তি কবীর সুমন। এবার যেমনটা হলো বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) মৃত্যুতে।


কলকাতা শহরে গান করতে এসে লাশ হয়ে ফিরেছেন জনপ্রিয় এ গায়ক। বয়সে ২০ বছরের ছোট এ শিল্পীর মৃত্যুতে কবীর সুমনের মনে অবসাদ ভিড় করেছে। তাই তাকে নিয়ে বাঁধলেন গান। যা তিনি তৈরি করেছেন তারই জনপ্রিয় সৃষ্টি ‘এ তুমি কেমন তুমি’র আদলে। এই গানটি ‘জাতিস্মর’ সিনেমায় গেয়েছিলেন রূপঙ্কর বাগচি।


দীর্ঘ এক স্ট্যাটাসে কেকে’র প্রতি কবীর সুমন জানালেন নিজের স্নেহ ও সম্মান। লেখেন, ‘‘এ তুমি কেমন তুমি’ গানটি কোনও ছবির জন্য বানাইনি। বানিয়েছিলাম একটি মেয়ের জন্য। একটি বিশেষ ছবির সাউণ্ডট্র্যাকে ব্যবহার হওয়ার ঢের আগে, অনেক আগে, ২০০৫ সালের এক গভীর রাতে, ফোনে মেসেজ করে করে। কোনও খাতায় বা পাতায় লিখিনি। হঠাৎ লিখতে শুরু করেছিলাম আমার ফোনে সরাসরি, আমার বুকে যত কান্না ধরা সম্ভব নয় তার চেয়েও বেশি কান্না নিয়ে, কি-প্যাড টিপে টিপে মেসেজ করে করে। তারপর সুর। এক পরিচালক আবদার করে চেয়ে নেন গানটি তার ছবির জন্য। স্নেহের জায়গা থেকে দিয়ে দিয়েছিলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us