দীর্ঘদিন ব্যবহার করার কারণে কম্পিউটারের হার্ড ড্রাইভের স্টোরেজ কমতে থাকে। ফলে গতি কমতে পারে। কখনো কখনো এমন পরিস্থিতি হয়, কম্পিউটারে কাজ করাই যায় না। তবে কয়েকটি নিয়ম মেনে চললে দ্রুত এ সমস্যার সমাধান হতে পারে-
অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন
ল্যাপটপ বা ডেস্কটপে দীর্ঘদিন কাজ করার পর অব্যবহৃত ফাইল জমা হয়। দীর্ঘদিন ধরে ফাইল জমা হলে স্টোরেজ ড্রাইভের জায়গা নষ্ট হয়। এ কারণে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন। তাছাড়া ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারেন। বর্তমানে একাধিক ক্লাউড ড্রাইভ বিনামূল্যে পাওয়া যায়। স্টোরেজের সমস্যা হলে ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারেন।
কম্পিউটারের ওএস আপডেট করুন
নিয়মিত আপনার কম্পিউটারে কিছু না কিছু আপডেট হতে থাকে। এ ক্ষেত্রে প্রতিটি আপডেট ইন্সটল করা দরকার। প্রতিটি আপডেটে কিছু না কিছু সিকিউরিটি এবং বিভিন্ন ফাইল পাঠানো হয়। যার ফলে ল্যাপটপ আপডেট করা খুবই জরুরি।