চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শত শত হাইড্রোজেন পার অক্সাইডের ড্রাম ছিল। আগুন লাগলে এগুলো একের পর এক বিস্ফোরিত হয়। সকাল থেকে নীল এসব ড্রামের অংশ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। অতি দাহ্য এ কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে ও বেশি সংখ্যক দগ্ধ হতে পারে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
৩০ কেজি ওজনের এসব ড্রামে লেখা আছে, ৬০ শতাংশ হাইড্রোজেন পার অক্সাইড। রোববার (৫ জুন) সরেজমিনে দেখা যায়, এসব হাইড্রোজেন পার অক্সাইডের ড্রাম বিস্ফোরিত হয়ে ডিপোর চারপাশে ছড়িয়ে রয়েছে। দুমড়ে-মুচড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা নীল রঙের এসব প্লাস্টিকের ড্রামে লেখা আছে, ৬০ শতাংশ হাইড্রোজেন পার অক্সাইড। শরীরে লাগলে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এই কেমিক্যাল ব্যবহারের সময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরতে হবে। যদি আগুন লেগে যায় তাহলে দ্রুত নির্বাপণের ব্যবস্থা করতে হবে এবং অতিরিক্ত গরমের কারণে বিস্ফোরিত হতে পারে।