বিট–বাইট

প্রথম আলো প্রকাশিত: ০৪ জুন ২০২২, ১৫:৪১

টুইটারে আলাদা গ্রুপ তৈরির সুযোগ


‘টুইটার সার্কেল’সুবিধা চালু হয়েছে টুইটারে। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে আলাদা গ্রুপ তৈরির সুযোগ মিলবে। ফলে প্রয়োজনে সহকর্মী বা প্রিয়জনদের মধ্যে স্বচ্ছন্দে টুইট বিনিময় করা যাবে। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে খুদে ব্লগ লেখার (মাইক্রোব্লগিং) সাইটটি। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন। দ্য ভার্জ


বন্ধ হবে না আইফোনের স্ক্রিন


আপনি ব্যবহার করেন আর না-ই করেন, আইফোনের স্ক্রিন সব সময় চালু থাকবে। শুনতে অবাক লাগলেও ‘আইফোন ১৪ প্রো’ মডেলে ‘অলওয়েজ-অন ডিসপ্লে মোড’ নামের এ সুবিধা যুক্ত হতে পারে। এ বিষয়ে অ্যাপল কোনো মন্তব্য না করলেও বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিতে নারাজ প্রযুক্তি বিশ্লেষকেরা। কারণ, বর্তমানে অ্যাপলের স্মার্টঘড়িতেও ‘অলওয়েজ-অন ডিসপ্লে মোড’সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে ভবিষ্যতে আইফোনেও এ সুযোগ মিলতে পারে। ডেইলি মেইল

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us