বাধাহীনভাবে নির্বাচনী প্রচার ও সুষ্ঠু ভোটের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর দুটি ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আজ মঙ্গলবার সকালে ২টি ইউনিয়নের মোট ২৭ জন প্রার্থী কাফনের কাপড় ও বিষের বোতল হাতে নিয়ে এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা নোয়াখালীর ১ নম্বর হরনী ইউনিয়ন ও ২ নম্বর চানন্দি ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থী। আগামী ১৫ জুন এই দুই ইউপিতে ভোট হবে।