রুশ তেলে সচল হচ্ছে শ্রীলংকার একমাত্র জ্বালানি শোধনাগার

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৯ মে ২০২২, ১৬:৩৩

সংকটের কারণে টানা দুই মাস বন্ধ থাকার পর অবশেষে অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন শুরু করেছে শ্রীলংকার সাপুগাসকান্দা সিলন পেট্রোলিয়াম করপোরেশন। শনিবার (২৮ মে) দেশটির জলসীমায় নোঙর করা একটি রুশ তেলবাহী ট্যাংকার থেকে ৭৯ হাজার মেট্রিক টন তেল আনলোড শুরু হয়।


শ্রীলংকার পেট্রোলিয়াম শাখার কো-চেয়ারম্যান নিদাহাস সেবকা সাঙ্গামায়া তেল উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তেলের মূল্য সাত কোটি ২৬ লাখ মার্কিন ডলার পরিশোধে ব্যর্থ হওয়ায় প্রায় একমাসের বেশি সময় কলম্বো বন্দরের দিকে অবস্থান করছিল ট্যাংকারটি। অপরিশোধিত তেলের অভাবে গত ২১ মার্চ সাপুগাসকান্দা প্লান্টে পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে যায়। উৎপাদনের শুরুতে প্রথমে ছাড় পাবে ডিজেল ও পেট্রল, এরপর বিদ্যুৎ উৎপাদনের জন্য ন্যাফথা ও শেষে কেরোসিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ফেরার পর কী হবে গোতাবায়ার

প্রথম আলো | শ্রীলঙ্কা
১ বছর, ৭ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us