সাপের কামড়ের আতঙ্ক থেকে মুক্ত হওয়ার সময় এসে গেছে। এবার সাপের বিষের প্রতিক্রিয়ায় মৃত্যুর হাত থেকে বাঁচতে বিজ্ঞানীরা বানিয়ে ফেলেছেন ট্যাবলেট! আর সেই ট্যাবলেটের পরীক্ষামূলক ট্রায়ালে সাফল্যও মিলছে কলকাতায়।
ভারতের বেশিরভাগ সাপে কাটা রোগীর মৃত্যু হয় রাস্তাঘাটের অপ্রতুলতায় হাসপাতালে দেরিতে পৌঁছনোর কারণে। এখন পর্যন্ত সাপে কাটা রোগীর প্রাণ বাঁচানোর জন্য একমাত্র প্রতিষেধক অ্যান্টি-ভেনম। যা স্যালাইনের সঙ্গে মিশিয়ে রোগীর দেহে প্রয়োগ করা হয়। একমাত্র হাসপাতালেই পাওয়া যায় এই অ্যান্টি-ভেনম। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় প্রয়োজনীয় অ্যান্টি-ভেনম পাওয়া যায় না। এখন সাপে কাটা রোগীর চিকিৎসায় ‘ভ্যারেসপ্ল্যাডিব’ নামের এক ট্যাবলেট প্রয়োগের কথা বলা হচ্ছে। গবেষণায় দেখা গেছে, সাপে কাটা রোগীর প্রাণ বাঁচানোর জন্য সহায়ক হতে পারে এই ট্যাবলেট।