ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়কের পাশে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর পৌরসভা ভবন পাশাপাশি অবস্থিত। হাসপাতাল সংলগ্ন সড়ক ও আশপাশে ময়লার স্তূপ জমেছে। চারদিকে বর্জ্যের দুর্গন্ধ। পৌরকর বকেয়া থাকায় পৌরসভা হাসপাতালের বর্জ্য অপসারণ বন্ধ করে দিয়েছে।
এতে দুই মাসেরও বেশি সময় ধরে ময়লা পরিষ্কার না করায় ডাস্টবিন উপচে বর্জ্য ছড়িয়ে পড়ছে সংলগ্ন সড়ক ও আশেপাশ। খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর জেনারেল হাসপাতালের এক কোটি ৬৪ লাখ ১২ হাজার ৮৩ টাকা পৌরকর বকেয়া রয়েছে। এ কারণে চিঠি দিয়ে ফরিদপুর পৌরসভা হাসপাতালের বর্জ্য অপসারণ বন্ধ করে দিয়েছে। গত দুই মাসের বেশি সময় পরিষ্কার না করায় হাসপাতালের উত্তর দিকে বর্জ্যের স্তূপ জমেছে। ডাস্টবিন উপচে সেখান থেকে মেডিক্যাল বর্জ্য ছড়িয়ে পড়েছে রাস্তায়। এতে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। ফরিদপুর পৌরসভা সূত্র জানায়, ২০১২-১৩ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ৯ বছর ফরিদপুর জেনারেল হাসপাতালের পৌরকর বকেয়া রয়েছে এক কোটি ৬৪ লাখ ১২ হাজার ৮৩ টাকা।