জীবনে চলার পথে কারও সঙ্গে সম্পর্ক হতেই পারে। তবে প্রতিটি সম্পর্ক যে ভালো হবে এমন নয়। কার মনের মধ্যে কী আছে তা বোঝা কঠিন। সম্পর্কে থাকার পরই ধীরে ধীরে ফুটে উঠতে থাকে মানুষের আসল রূপ। অনেকসময়ই মনে হতে পারে, এই মানুষটি আমার জন্য একেবারেই ঠিক নয়। তখন সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে নেওয়াই হল বুদ্ধিমানের কাজ।
অনেকসময় দেখা যায় সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরও মনের উপর একটা বোঝা থাকে। তার জন্য মন কেমন করতে থাকে। কিছুতেই যেন ভালো থাকা যায় না। এই অবস্থায় নতুন সম্পর্কে জড়ানোও সম্ভব না। জীবনটা মনে হয় একটা জায়গায় আটকে যায়।
বিশেষজ্ঞদের কথায়, এভাবে জীবন একটা জায়গাও আটকে যাওয়ার অর্থ হল নিজের সঙ্গে অবিচার করা হবে। এক্ষেত্রে সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই হবে আসল লক্ষ্য। তাই সতর্ক থাকা ছাড়া কোনো উপায় নেই। কারও জীবনে এমন ঘটলে জীবনকে এগিয়ে নিয়ে যেতে কিছু বিষয় অনুসরণ করতে পোরেন।