পশ্চিমবঙ্গে ডলারসহ ‘বাংলাদেশি’ গ্রেফতার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মে ২০২২, ১৫:৪৩

পশ্চিমবঙ্গে বিদেশি মুদ্রা বিনিময়ের নামে করে প্রতারণার অভিযোগে এক বাংলাদেশিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু মার্কিন ডলার। গত রোববার (২২ মে) রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরিফের হালদারপাড়া এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের নাম মোহম্মদ আলী ব্যাপারী, মোহম্মদ হারুন ও কল্যাণী বিশ্বাস। তাদের কাছ থেকে ডলারের ৪০টি নোট ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, প্রায় ছয় মাস ধরে ঘুটিয়ারি শরিফের হালদারপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া করে থাকতেন হারুন ও তার স্ত্রী কল্যাণী বিশ্বাস। হারুনের কাছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ এলাকার ভোটার কার্ড, আধার কার্ড থাকলেও তার স্ত্রীর কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। যদিও কল্যাণীর দাবি, তার বাড়ি নদীয়া শান্তিপুর এলাকায়। হারুনের ভাড়া বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন বাংলাদেশি নাগরিক মোহম্মদ আলী ব্যাপারী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us