অন্যের ‘ঝামেলা’ কিনেই লাখপতি এই দোকানদার! তাজ্জব গোটা দেশ

এইসময় (ভারত) প্রকাশিত: ১৮ মে ২০২২, ২০:৪৫

Viral পোস্ট নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। সম্প্রতি একটি দোকানের নাম ঘিরে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 'ঝামেলা কিনি' নামের সেই দোকানের মালিক সায়েম জানিয়েছেন, দোকানের নাম ঠিক করতে দুই থেকে তিন মাস সময় লেগে গিয়েছিল। তিনি শুরুতে একাই কাজ করা শুরু করেন। বর্তমানে তাঁর দোকানে সাত-আট জন কর্মচারী কাজ করেন। প্রতিটি কর্মী মাসে 10 হাজার টাকা করে বেতন পান। অন্যের ঝামেলা বিক্রি করেই তিনি লাখপতি হয়েছেন, ফুলে ফেপে উঠেছে ব্যবসা।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই 'ঝামেলা কিনি' দোকানের নাম পোস্ট করা হয়েছে ফেসবুকে। Sandeep Ghosh নামের এক ব্যক্তি নিজের প্রোফাইল থেকে সেই দোকানের ছবি পোস্ট করেছেন। একই সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে," এই ব্যক্তি ঝামেলা ক্রয় করেন। নিজেদের ঝামেলা বিক্রি করতে যোগাযোগ করুন।" জানা গিয়েছে যে, সেটি আসলে বাংলাদেশের একটি দোকান। ঢাকার একটি সংবাদ মাধ্যমকে সায়েম জানিয়েছেন,“একসময় মনে হয়েছিল পুরনো আসবাব অনেকের কাছেই ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়। সেই ঝামেলাই আমি কিনব ঠিক করি। এরপরই আমি দোকানের নাম ঠিক করি ‘ঝামেলা কিনি।' সায়েমের ঝামেলার দোকান সামাজিক মাধ্যমেও জনপ্রিয়। সেখান থেকেও নিয়মিত পুরনো আসবাবের ব্যবসা হয়। এবার বাংলাদেশ ছেড়ে ভারতেও ভাইরাল তাঁর দোকান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us