চট্টগ্রাম ও আশপাশের জেলায় উচ্চ রক্তচাপের রোগী বেশি: গবেষণা

প্রথম আলো প্রকাশিত: ১৭ মে ২০২২, ১০:৩৭

দেশে উচ্চ রক্তচাপে ভোগা রোগীদের হার চট্টগ্রাম ও আশপাশের জেলাগুলোতে বেশি। তাঁদের মধ্যে দীর্ঘমেয়াদি শারীরিক নানা জটিলতায় ভোগেন ৫৫ শতাংশ রোগী। সম্প্রতি দেশের ২২টি হাসপাতালের প্রায় ২ হাজার রোগীর মধ্যে চালানো এক গবেষণায় এসব তথ্য উঠে আসে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ গবেষণায় উচ্চ রক্তচাপের রোগীদের জীবনমান ও শারীরিক জটিলতার বিভিন্ন তথ্য সংবলিত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ব্রিটিশ জার্নাল ‘বিএমসি পাবলিক হেলথ’–এ।


গবেষণা বলছে, দেশে দিন দিন বেড়ে চলেছে উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা। নিয়মিত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রম না করাসহ নানা কারণই এসব রোগের মূল কারণ। সবচেয়ে বেশি রোগী মিলছে চট্টগ্রাম ও তার আশপাশের জেলাগুলোতে। তবে জীবনযাত্রার মান পরিবর্তনসহ সুষম খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রম এবং দুশ্চিন্তা দূর করাসহ নিয়মিত ওষুধ গ্রহণ ও জীবনধারা মেনে চললে অসংক্রামক এ রোগ থেকে বাঁচা সম্ভব হবে বলে মত বিশেষজ্ঞদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us