শেখ হাসিনার দেশে ফেরার খবর ছাপা হয়েছিল এক কলামে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৭ মে ২০২২, ০৯:৪২

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় প্রবাসে থাকার সুবাদে ঘাতকদের হাত থেকে বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনা দেশের মাটিতে ফিরে আসার সুযোগ পান। সেই দিন তার আসার খবর দেশের জাতীয় দৈনিকে এক কলামে (সিঙ্গেল কলাম) দায়সারাভাবে প্রকাশ করা হয়। এর আগে দীর্ঘ ছয় বছর তিনি দেশে ফেরার অনুমতি পাননি।


এ উপলক্ষে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সেদিনের এক কলামের খবরটির শিরোনাম ছিল ‘শেখ হাসিনা আজ আসিতেছেন’। সংবাদে প্রকাশ- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ওয়াজেদ বিকাল ৩টায় কলকাতা থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্স যোগে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। ১৯৭৫ এর ১৫ আগস্ট পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার কিছুদিন পূর্বে তিনি দেশের বাইরে যান এর পর এই প্রথম তিনি দেশে ফিরছেন। বিমানবন্দরে দলীয় সভানেত্রীকে অভ্যর্থনা জ্ঞাপন এবং বিকেলে শেরেবাংলানগরে সুপ্রশস্ত মানিক মিয়া এভিনিউতে গণসংবর্ধনা জ্ঞাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us