স্মার্টফোনের পরে কী আসছে!

সমকাল প্রকাশিত: ১৪ মে ২০২২, ১৯:১৪

নব্য ঘরানার প্রযুক্তির যুগে স্মার্টফোন এখন বহুমাত্রিক রূপ নিয়েছে। শুধু একক গ্যাজেট নয়, বরং বহু কাজ করা যাচ্ছে। নতুন প্রযুক্তি পুরোনোকে পেছনে ফেলছে। স্মার্টফোনের ব্যবসাও প্রতিনিয়তই গতি-প্রকৃতি বদলে ফেলছে।



স্টিভ জবস দেড় দশক আগে তিনটি নতুন পণ্যের কথা জানিয়েছিলেন। মিউজিক প্লেয়ার, স্মার্টফোন (টাচফোন) আর ইন্টারনেট যুক্ত অতীব জরুরি যোগাযোগ যন্ত্রের কথা। অ্যাপলপ্রধান স্টিভ জবস যখন নতুন পণ্যের দিকদর্শন উপস্থাপন করেছিলেন, সবাই তখন চমকে গিয়েছিলেন। খানিকটা থমকেও গিয়েছিলেন! তখন সবাই ধারণা করেছিলেন, স্টিভ জবসের ঘোষণা করা তিনটি পণ্য আসলে একটিই মাত্র পণ্য। আর তা হচ্ছে 'আইফোন'! বলতে গেলে, অসাধারণ বিস্ময়ের মধ্য দিয়ে যাত্রা করল নতুন ঘরানার প্রযুক্তি যুগ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us