করোনামুক্ত হওয়ার পর শুক্রবার দিনভর আলোচনায় ছিল সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টে খেলবেন কিনা।
সাকিব অবশ্য আগ্রহ দেখিয়েছেন। রিপোর্ট নেগিটিভ আসার খবর পেয়েই গতকাল সন্ধ্যায় তিনি উড়াল দেন চট্টগ্রাম।
তবে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলছিলেন ভিন্ন কথা। তিনি জানিয়েছিলেন, ‘৫০-৬০ ভাগ ফিট সাকিবকে খেলানোর কথা বিবেচনা করাটা দুরূহ।’
সবমিলিয়ে সাকিবের খেলা না খেলা নিয়ে গতকাল থেকে চলছিল জল্পনাকল্পনা আর ধোঁয়াশা।
আজ শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সে সংশয় দূর করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, প্রথম টেস্টে খেলবেন সাকিব।