এনআরবি গ্লোবাল ব্যাংকের অর্থ লোপাট মামলার মূল অভিযুক্ত ও পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালের দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অভিযান চালিয়ে দেশটির গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে বলে একাধিক সূত্র দাবি করেছে। পি কে হালদার নাম পাল্টে পশ্চিমবঙ্গে থাকতেন বলে জানা গেছে। ভারতের পশ্চিমবঙ্গে পি কে হালদারের গ্রেপ্তার হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চাইলে আজ শনিবার দুপুরে এনটিভি অনলাইনকে তিনি বলেন, এ বিষয়ে এখনো আমি কোনো তথ্য পাইনি। খোঁজ নিয়ে এবং নিশ্চিত হয়ে এ বিষয়ে পরবর্তীতে জানাবো। বিস্তারিত আসছে...