বেসরকারি খাতে দেওয়ার পরও লোকসানে রেল

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ মে ২০২২, ০৮:৫৫

বেসরকারি খাতে দেওয়ার পরও রেল লোকসানে চলছে। এমনকি ট্রেনপ্রতি আয়ের হিসাব থাকলেও ব্যয়ের হিসাব নেই। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।


গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।


বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, মো. সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন উপস্থিত ছিলেন।


বৈঠকে জানানো হয়, বেসরকারি সংস্থা পরিচালিত ট্রেনে ২০১৮-১৯ অর্থবছরে প্রতি কিলোমিটার যাত্রীপ্রতি খরচ হয়েছে দুই টাকা ৪৩ পয়সা। আর আয় হয়েছে ৬২ পয়সা। এ ছাড়া মালামাল পরিবহন বাবদ প্রতি কিলোমিটারে টনপ্রতি খরচ হয়েছে আট টাকা ৯৪ পয়সা। আয় হয়েছে তিন টাকা ১৮ পয়সা। রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ৪০টি ট্রেন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। বছরে এই ট্রেনগুলোতে আয় হয়েছে ৯৮ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ৯৯০ টাকা। কিন্তু সেখানে ব্যয়ের হিসাব নেই। কমিটি বেসরকারি খাতের ট্রেনপ্রতি খরচের হিসাব চেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us