মীমাংসায় ধরাছোঁয়ার বাইরে দালালেরা

প্রথম আলো প্রকাশিত: ১১ মে ২০২২, ০৮:৩৯

অবৈধ পথে ইউরোপযাত্রায় গত চার বছরে মাদারীপুরের ৩০ জনের বেশি তরুণ প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন এই জেলার দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশী। মৃত্যু ও নিখোঁজের সংখ্যার সঙ্গে বেড়েছে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলার সংখ্যাও। তবে ভুক্তভোগীদের পরিবার ও দালাল চক্রের মধ্যে মীমাংসা হয়ে যাওয়ায় অভিযুক্ত ব্যক্তিরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।


মামলার সংখ্যা বাড়ছে


গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত মাদারীপুর জেলার ৩২ জন অভিবাসনপ্রত্যাশী লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে মারা যান। এ ছাড়া এই পথে ইউরোপযাত্রা করা দুই শতাধিক তরুণ নিখোঁজ।


জেলা পুলিশ সূত্র জানায়, ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত জেলায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে কোনো মামলা হয়নি। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত মামলা হয়েছে ৬টি। ২০২০ সালে মামলার সংখ্যা দাঁড়ায় ৩১টিতে। আর ২০২১ সালের জানুয়ারি থেকে গত ২৭ এপ্রিল পর্যন্ত জেলার থানাগুলোয় মামলা হয়েছে ৫৬টি। সর্বশেষ ৫৬টি মামলায় অভিযুক্ত ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ২০১৯ সালে ৩ জন এবং ২০২০ সালে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us