হরিষে বিষাদ

যুগান্তর সম্পাদকীয় প্রকাশিত: ০৮ মে ২০২২, ১৮:৫৪

করোনা মহামারির কারণে গত দু’বছর ঈদুল ফিতর কাঙ্ক্ষিত মাত্রায় উদযাপন করতে পারেনি দেশবাসী। ওই দুই ঈদে স্বল্পসংখ্যক মানুষ ঢাকা ছেড়েছিলেন। এবার যেন সেই ঘাটতি পূরণে তৎপর হয়েছেন বিপুলসংখ্যক রাজধানীবাসী। সবচেয়ে বড় খবর হলো, এবারের ঈদযাত্রায় দুর্ভোগ বা ভোগান্তির মাত্রা ছিল নিতান্তই কম। বলা চলে, রাজধানীবাসী এক নির্মল আনন্দযাত্রায় পৌঁছেছেন যার যার ঠিকানায়। দেশের সর্বত্র ঈদ উদযাপিত হয়েছে মহাধুমধামে।


কিন্তু হরিষে বিষাদ হলো, বেপরোয়া যান চলাচল ও অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটেছে অনেক বেশি এবং তাতে হতাহত হয়েছেন কয়েকশ’ মানুষ। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবমতে, গত ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সারা দেশে ১৭৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এতে নিহত হয়েছেন মোট ২৪৯ জন। নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী ছিলেন ৯৭ জন, যা মোট মৃত্যুর ৩৮ দশমিক ৫৯ শতাংশ। এ হিসাবের বাইরে গতকালও নাটোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এবার ঈদে শুধু মহাসড়কে নয়, রাজধানীতেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us