দুর্দান্ত প্রত্যাবর্তনে সিটিকে হারিয়ে ফাইনালে রিয়াল

সমকাল প্রকাশিত: ০৫ মে ২০২২, ১০:৩৯

চ্যাম্পিয়ন্স লিগ মানে যে রিয়ালের অসাধারণ কোনো গল্পেরই নিশ্চয়তা! বার্নাব্যু আজ আরেকবার সেটি প্রমাণ করল। ম্যাচের তখন ৯০ মিনিটের খেলা চলে। রিয়াল মাদ্রিদ ১-০ গোলে পিছিয়ে আর দুই লেগ মিলিয়ে ম্যানচেস্টার সিটি তখন এগিয়ে ৫-৩ গোলের ব্যবধানে। সবাই ধরেই নিচ্ছিল ফাইনালে রিয়াল মাদ্রিদ নয়, লিভারপুলের সঙ্গে দেখা হবে ম্যানচেস্টার সিটির। কিন্তু দলটা রিয়াল মাদ্রিদ, পিছিয়ে থেকেও অতিরিক্ত সময়ের মধ্যে তিন গোল করে তারা লিখেছে রাজকীয় এক প্রত্যাবর্তনের গল্প। অসাধারণ পারফরম্যান্সে ম্যানসিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল রিয়াল।


বুধবার রাতে আসরের সেমিফাইনালের ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক রিয়াল জিতেছে ৩-১ গোলে। প্রথম লেগে ম্যান সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তারা হেরেছিল ৪-৩ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।


হাইভোল্টেজ লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। পর ম্যাচের ৭৩তম মিনিটে সফবিরতির রকারী সিটিজেনদের এগিয়ে দেন আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। ম্যাচের ৯০তম মিনিটে করিম বেনজেমার অ্যাসিস্ট থেকে রদ্রিগো গোল করে সমতায় ফেরান। তবে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে তখনও কমপক্ষে এক গোলের দরকার রিয়ালের। পরের মিনিটে মার্কো অ্যাসেন্সিওর ক্রস থেকে হেডে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন রদ্রিগো। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us