হঠাৎ কেন ও কার স্বার্থে আলোচনায় জাতীয় সরকার

প্রথম আলো মারুফ মল্লিক প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ০৯:০৩

সম্প্রতি জাতীয় সরকার গঠন প্রসঙ্গে আলোচনা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে। জাতীয় সরকার নিয়ে ঠিক কী কারণে কথা বার্তা হচ্ছে, তা বোধগম্য নয়। দেশে এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি যে জাতীয় সরকার গঠন করতে হবে। মূল বিষয় হচ্ছে বর্তমান সরকারের অধীন অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচন না করার ঘোষণা দিয়েছে। বিগত দুটি নির্বাচন নিয়েও জনমনে প্রশ্ন আছে। দেশে আস্থাশীল নির্বাচনী ব্যবস্থা বলতে কিছুই অবশিষ্ট নেই। তাই এ সরকারের অধীন যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনে আগ্রহী না হয়, তবে আলাপ-আলোচনার ভিত্তিতে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের পদ্ধতি বের করতে হবে।


এ সংসদ চাইলে নতুন নির্বাচনকালীন সরকারের পদ্ধতি অনুমোদন করতে পারে। তাই জাতীয় সরকারের দিকে না গিয়ে আলোচনা এখানেই সীমাবদ্ধ রাখা উচিত হবে। যত দ্রুত সম্ভব জনসাধারণকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দীর্ঘ মেয়াদে জাতীয় সরকার রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অনাস্থার সমাধান হতে পারে না। রাষ্ট্র ও গণতন্ত্রের জন্য, বিশেষ করে আমাদের মতো দেশগুলোয় জাতীয় সরকার কোনো সুফল বয়ে আনতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us