জাতীয় পার্টির আয়োজনে শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠেয় ইফতারে আমন্ত্রণ পেলেও বিএনপির পক্ষ থেকে এতে কেউ অংশগ্রহণ করছেন না। দলটির সিনিয়র নেতাদের সঙ্গে আলাপকালে এ আভাস পাওয়া গেছে। হোটেল রেডিসনে জাপার ইফতারের আয়োজন করা হয়েছে। যদিও জাপার পক্ষ থেকে রাজনীতিকদের সম্মিলন নিশ্চিত করতে নানামুখী চেষ্টা করা হচ্ছে।
জাতীয় পার্টির ইফতার আয়োজনে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদেরও আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছে দলটি। এর বাইরে প্রধান বিরোধী দল বিএনপিসহ বিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানিয়েছে জাপা। তবে ইফতারে বিএনপির পক্ষ থেকে কেউ অংশগ্রহণ করছে না বলে দলটির স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে আলাপকালে ইঙ্গিত পাওয়া গেছে।