‘আগে কাটায়’ ধানের দাম কম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১৫:৫২

উজানের ঢল থেকে বছরের একমাত্র ফসল রক্ষা করতে কৃষি বিভাগের নির্দেশনা মেনে আগেভাগেই ক্ষেত কেটে ফেলায় ধানের পুষ্টতা কম হয়েছে; আর এ কারণেই মোকামে গিয়ে ন্যায্য দাম না পেয়ে হতাশা প্রকাশ করেছেন হাওরের কৃষক।


দেশের পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার মেঘনার তীরবর্তী আশুগঞ্জ ধান-চালের মোকামে এখন প্রতিদিনই হাজার হাজার মণ নতুন ধান আসছে। ওপারে কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারও এখন সরগরম নতুন ধানে।


কৃষকরা গেল বছরের তুলনায় মণপ্রতি ধানে অন্তত ১০০ টাকা কম পাওয়ার কথা বললেও, আড়তদাররা বলছেন ধানের মান গতবারের চেয়ে খারাপ, চাল কম হবে।


রোববার আশুগঞ্জ ধানের আড়তে সরেজমিনে ঘুরে দেখা যায়, মোকামগুলোতে কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোণা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন অঞ্চল থেকে কৃষক ধান নিয়ে আসছেন। প্রতিদিন কাকডাকা ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার পদচারণায় বাজারটি চাঙ্গা হয়ে ওঠে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us