২০০৮ সাল থেকে ফরিদপুরে কোনো রাজনীতি ছিল না: আবদুর রহমান

প্রথম আলো প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ২১:২২

২০০৮ সাল থেকে ফরিদপুরে কোনো রাজনীতি ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। তিনি বলেছেন, যাঁরা রাজনীতি করেছেন বা করতে চেয়েছেন, তাঁদের তা করতে দেওয়া হয়নি। আরেক দল ছিল যারা সব সুযোগ–সুবিধা পেয়ে রাজনীতি করেনি, লুটপাট করেছে। এই দুইয়ের সংঘাতে ফরিদপুরে রাজনীতি ছিল একেবারে অনুপস্থিত।


গতকাল শনিবার সন্ধ্যায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। শহরের গোয়ালচামট এলাকার হাজরাতলার মোড়ে অবস্থিত একটি হোটেলের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এই পরিস্থিতির জন্য তিনি ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফকে দুষছেন। তবে সভায় বক্তৃতায় তিনি সাংসদ মোশাররফের নাম উল্লেখ করেননি। আবদুর রহমান ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us