দোকানে নেই ক্রেতা, বিক্রেতার মুখে নেই হাসি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ১০:৩১

রাজধানীর নিউমার্কেট এলাকার ধানমন্ডি হকার্স মার্কেটের কাপড় ব্যবসায়ী মোহাম্মদ ফাইসাল৷ করোনার ক্ষতি কাটিয়ে এবার ব্যবসা চাঙ্গা হবে, এমনটাই ছিল আশা৷ দোকানে তাই ৮০ লাখ টাকার নতুন কাপড় তুলেছেন৷ আশা ছিল পহেলা বৈশাখ আর ঈদ ঘিরে ভালো বিক্রি হবে৷ বিক্রি কেমন চলছে, দোকানে গিয়ে এ প্রশ্ন করতেই এই ব্যবসায়ীর উত্তর, ‘দেখছেনই তো, বসে আছি।


খুবই বাজে অবস্থা।’ এই কাপড় ব্যবসায়ী আরও বলেন, এর চেয়ে ঈদের পরের বাজার ভালো৷ বিয়ে-সাদিকে কেন্দ্র করে ভালো বিক্রি হয়৷ এখন সেটাও নাই৷ ঈদ উপলক্ষে ৮০ লাখ টাকার নতুন কাপড় এনেছি। বিক্রি নেই বললেই চলে৷ ওই মার্কেট ঘুরে দেখা যায়, অন্য দোকানগুলোরও একই অবস্থা৷ দোকানে ক্রেতা আসছেন, দেখে চলে যাচ্ছেন৷ কিনছেন খুব কম মানুষ। অধিকাংশ দোকানদার অলস সময় পার করছেন৷ কর্মীদের ব্যস্ততা নেই দোকানে বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, নুরজাহান প্লাজা ঘুরে একই চিত্র দেখা গেছে ৷ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us