একই ফোন দীর্ঘ দিন ধরে ব্যবহার করছেন, অথবা স্মার্টফোনে বেশি সময় দেওয়ার অভ্যাস আছে যাদের, তাদের মুখে প্রায়ই শোনা যায় একটি অভিযোগ, মাত্রাতিরিক্ত গরম হয়ে যাচ্ছে ফোন। বাড়তি তাপ কেবল ব্যবহারকারীর মাথাব্যথার কারণ হয় না, ক্ষতি করতে পারে ডিভাইসের অভ্যন্তরীণ হার্ডওয়্যারেও। এমন পরিস্থিতি এড়াতে চাইলে জানতে হবে ফোন গরম হওয়ার কারণ এবং তার প্রতিকার।
ফোন মাত্রাতিরিক্ত গরম কেন হয়?
ফোনের অভ্যন্তরীণ তাপকে প্রভাবিত করতে পারে এবং মাত্রাতিরিক্ত গরম করে তুলতে পারে এমন অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, পারিপার্শিক আবহাওয়ার কারণে প্রভাবিত হতে পারে অ্যান্ড্রয়েড ফোনের তাপমাত্রা। চারপাশের তাপমাত্রা বেশি হলে, স্মার্টফোনের তাপমাত্রাও তার সঙ্গে তাল রেখে বাড়তে থাকবে।
তার ওপর ব্যবহারকারীর যদি গেইমিং, ভিডিও গেইম স্ট্রিমিং, ইউটিউবে একটানা ভিডিও দেখা অথবা ফোনকে হটস্পট হিসেবে ব্যবহারের অভ্যাস থাকে, তবে তার প্রভাবও পড়ে ডিভাইসের ওপর। এ সবগুলো কাজেই বিদ্যুৎ খরচ বাড়ে, বাড়তে থাকে ডিভাইসের অভ্যন্তরীণ তাপমাত্রা।