ক্ষমতাসীন দল ও সরকারের দুর্নীতির তদন্তের দাবিতে দুদকে চিঠি বিএনপির

প্রথম আলো প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ১৫:১৮

ক্ষমতাসীন দল এবং সরকারের দুর্নীতির তদন্তের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এ সিদ্ধান্তের কথা জানান।


মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে বর্তমানে দুর্নীতির একটা মহোৎসব চলছে। আপনারা এখন সাহস করে অনেক কিছু লিখছেন, যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি। আমরা দুর্নীতির বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছি। সরকারের এক উপদেষ্টা (সালমান এফ রহমান) ও আইনমন্ত্রীর (আনিসুল হক) টেলিফোন আলাপ (কনভারসেশন) আলোড়ন সৃষ্টি করেছিল। সেই কনভারসেশনে যে বিষয়গুলো ছিল, সেটা আমরা জানতে চেয়েছিলাম, এর তদন্ত হয়েছে কি না, তা–ও জানতে চেয়েছিলাম।’


মির্জা ফখরুল বলেন, ফরিদপুরের একটি পরিবারের এক সদস্যের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ আছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়গুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। আর কোনো কথাই হচ্ছে না এগুলো নিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us