রোজা অবস্থায় কসমেটিক্স ব্যবহার করা যাবে কী?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ১২:১৯

প্রশ্ন : রোজা অবস্থায় কসমেটিক্স, মেকআপ, লিপস্টিক ও নেইল পলিশ ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কী?
উত্তর : রোজা অবস্থায় কসমেটিক্স ও সাজ-সরঞ্জাম ব্যবহার করা, মেকআপ নেওয়া, লিপস্টিক ও নেইল পলিশ লাগানো পরিহার করা উচিৎ। কারণ, এগুলো রোজার শিক্ষা ও আবেদনের পরিপন্থী।


সব ধরনের কামনা-বাসনা থেকে মুক্ত থাকার নাম রোজা। যে কারণে রোজা অবস্থায় শারীরিক তথা জৈবিক ক্ষুধা এবং মানসিক ও অভ্যন্তরীণ সব চাহিদাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। তবে বিশেষ প্রয়োজনে এসব ব্যবহার করলে যদিও রোজা নষ্ট হবে না, তবু লক্ষ্য রাখতে হবে—এগুলো দ্বারা শরিয়তবিরুদ্ধ বা হারাম কাজে লিপ্ত হওয়া হয় কিনা! যেমন—কপালে টিপ পরা নিষেধ। এসব অবশ্যই বর্জনীয়।


নেইল পলিশ লাগানো থাকা অবস্থায় অজু বা গোসল শুদ্ধ হয় না। অজু গোসল না হলে (অপবিত্র অবস্থায়) তার নামাজ পড়াও জায়েজ হবে না। এমনকি নেইল পলিশ লাগানো থাকা অবস্থায় কারও মৃত্যু হলে নেইল পলিশ তুলে তারপর তাকে গোসল দিতে হবে। নইলে তার শেষ গোসলও শুদ্ধ হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us