'রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কসাই। তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না।' মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই বক্তব্যকে উস্কানি হিসেবে দেখছেন ইউরোপের অনেকে। এমনকি যুক্তরাষ্ট্রেও নিন্দার মুখে পড়েছেন তিনি।
গত শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দেওয়া ভাষণের একেবারে শেষে বাইডেন বলেন, 'ঈশ্বরের দোহাই, এই ব্যক্তি (পুতিন) আর ক্ষমতায় থাকতে পারবেন না।' বাইডেনের এ কথা ভাষণের লিখিতরূপে অন্তর্ভুক্ত ছিল না। বাইডেন আরও বলেন, ইউক্রেনে রাশিয়া কখনও বিজয় পাবে না।