‘প্রতি মাসে ৪০ হাজার ল্যাপটপ তৈরি করছে ওয়ালটন’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১৪:১১

ওয়ালটন ল্যাপটপ দেশ ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে। রফতানি হচ্ছে ৫ থেকে ৭টি দেশে। নতুন বাজার খোঁজা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপে। প্রতিষ্ঠানটি ইউক্রেনেও ল্যাপটপ রফতানির অর্ডার পেয়েছে, কিন্তু দেশটিতে যুদ্ধ শুরু হওয়ায় রফতানি প্রক্রিয়াটি থেমে গেছে বলে জানালেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী ভূঁইয়া। ল্যাপটপ, ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) পাশাপাশি খুচরা যন্ত্রাংশও তৈরি করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের প্রধানের দায়িত্বে থাকা লিয়াকত আলী ভূঁইয়া জানান, ওয়ালটনের প্রতি মাসে এক লাখ ল্যাপটপ তৈরির সক্ষমতা রয়েছে। তবে বর্তমানে মাসে ৪০ হাজার ল্যাপটপ তৈরি করছে।


লিয়াকত আলী ভূঁইয়া: বিশ্ব বর্তমানে এক ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। সেটা প্রাকৃতিকভাবে এবং যুদ্ধ সবকিছু মিলিয়েই। ফলে বিশ্বের স্বাভাবিক গতিতে ছেদ পড়েছে।  আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন থেকে ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশনের দিকে যাচ্ছি। এ অবস্থায় ডিজিটাল ডিভাইসের চাহিদা বেড়েছে। একইসঙ্গে বেড়েছে কাঁচামালের দামও। এগুলো সমন্বয় করেই আসলে আমরা পণ্য সরবরাহ করে যাচ্ছি।  তবে সবকিছুর নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। আমাদের বিভিন্ন ক্ষেত্রে অন্যদের ওপর নির্ভরশীলতা আছে। বর্তমানে ডিভাইসের চাহিদা বেড়েছে, তবে কমেছে মানুষের ক্রয়ক্ষমতা।  সবকিছু মিলিয়ে ব্যবসা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us