সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামে পাইকারি বাজারে কাটারি ও চিনিগুড়া চালের ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। তবে অন্য জাতের চালের দাম রয়েছে আগের মতোই।
এর প্রভাবে খুচরা বাজারে এক মাস আগের চেয়ে চিকন ও সুগন্ধি চালের দাম কেজিতে পাঁচ টাকা পর্যন্ত বাড়তি দিতে হচ্ছে।
বন্দরনগরীর আড়তগুলোতে সুগন্ধি হিসেবে পরিচিত চিনিগুড়া চালের ৫০ কেজির প্রতি বস্তা বিক্রি হচ্ছে ৪৯০০ থেকে ৫০০০ টাকায়; সে হিসাবে প্রতি কেজির দাম পড়ছে ১০০ টাকা।
অপরদিকে আতপের সবচেয়ে সরু কাটারি চালের ৫০ কেজির বস্তা আড়তে বিক্রি হচ্ছে ৩৪০০ থেকে ৩৬০০ টাকার মধ্যে। মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭২ টাকায়।
এক মাস আগেও এ দুই জাতের চালের দাম পাইকারিতে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কম ছিল বলে মহানগরীর চালের সবচেয়ে বড় পাইকারি আড়ত চাক্তাই ও পাহাড়তলীর ব্যবসায়ীরা জানান।