ইউক্রেনের একটি রাসায়নিক কারখানা গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে অ্যামোনিয়া গ্যাস ছড়াতে শুরু করায় উত্তরাঞ্চলীয় শহর নভোসেলিৎসিয়ার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। আজ সোমবার একজন ইউক্রেনীয় কর্মকর্তা এ তথ্য জানান। খবর দ্য গার্ডিয়ানের।
ক্ষতিগ্রস্ত সার কারখানাটি ইউক্রেনের সুমি অঞ্চলে অবস্থিত। ওই এলাকায় রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের তুমুল লড়াই চলছে।
সুমির আঞ্চলিক গভর্নর দিমিত্রো ঝিভিতস্কি জানান, গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত সুমিখিমপ্রম সার কারখানা থেকে অ্যামোনিয়া নির্গত হয়ে এটি আড়াই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।
এর প্রভাব এড়াতে বাসিন্দাদের ভবনের বেসমেন্ট কিংবা নিচু কোনো জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।