কোনো প্রমাণ ছাড়াই রাশিয়া দাবি করেছে, ইউক্রেনে জৈব অস্ত্রের গবেষণাগার পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। এই দাবিকে অযৌক্তিক বলে নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতারা। তাঁরা সতর্ক করেছেন যে এই অজুহাত তুলে ক্রেমলিন রাসায়নিক কিংবা জৈব অস্ত্র ব্যবহার করে তার প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনকে নিকেশ করে দেওয়ার মতলব আঁটছে। ইউক্রেন সরকার এর আগে দাবি করেছিল, তাদের দেশে জনস্বাস্থ্য গবেষণাগার আছে। প্রাণী ও মানুষের মধ্যে ভয়ানক রোগের বিস্তার ঠেকানোর গবেষণা হয় সেখানে।
রাশিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ বিষয়ে একটি সভা ডাকে। কিন্তু সেখানে রাশিয়া তাদের দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। জাতিসংঘের মহাসচিবের দপ্তর নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে ১৯৭৫ সালের ‘জৈব অস্ত্র কনভেনশন’-এর ব্যাখ্যা তুলে ধরে। কোনো সদস্যরাষ্ট্রের অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সন্দেহ তৈরি হলে সেটা ‘পরামর্শ সভা’-এর মাধ্যমে কীভাবে নিরসন করা যাবে, সেই প্রসঙ্গ উল্লেখ করে। তবে বর্তমান পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘পরামর্শ সভা’ হবে, এমনটা ভাবা ঠিক হবে না।