ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা দিতে না পারায় ফেসবুককে এক কোটি ৮৭ লাখ ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ড। দেশটির তথ্য সুরক্ষা সংস্থা ফেসবুকের বিরুদ্ধে ২০১৮ সালে ১২টি অভিযোগের বিষয়ে তদন্ত করে এ জরিমানা করেছে।
দেশটির তথ্য সুরক্ষা কমিশনার বলেছেন, ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্ম এটি প্রমাণে ব্যর্থ হয়েছে যে তারা ব্যবহারকারীদের সুরক্ষায় যথোপযুক্ত কারিগরি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করেছে; যা ইউরোপীয় ইউনিয়নের জন্য করা উচিত।